হস্তমৈথুন করলে কি শুক্রানু উৎপাদনে কোনও বাধাগ্রস্ত হয়? মানে শুক্রানু তৈরি হয় কি না হস্তমৈথুন এর জন্য?

  • 1 Answer(s)

    ধন্যবাদ প্রশ্ন করার জন্য। না হস্তমৈথুন করলে শুক্রাণূ তৈরিতে বাধাগ্রস্ত হবে না।তবে বীর্যে থাকা শুক্রানু পরিমান কমে যেতে পারে অর্থাৎ পর্যাপ্ত শুক্রানু উপস্থিতি হওয়ার আগেই হস্তমৈথুন এ বীর্যপাত করলে সেই বীর্যের পর্যাপ্ত শুক্রানু থাকবে না। আর হ্যা আমাদের দৈনন্দিন জীবনে বেচে থাকার জন্য যে সব খাবার খেয়ে থাকি এবং পুষ্টিকর ও ভিটামিন সমৃদ্ধ খাবার ও ফলমূলাদি   খাবারের মাধ্যমেই আমাদের দেহে বীর্যরস ও বীর্যে থাকা শুক্রানু উপাদান হয়। সুতারং হস্তমৈথুন বন্ধ করে এসব খাবার খেতে থাকুন। আশা করি যৌন জীবন সুস্থ্য থাকবে।

    Answered on December 20, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.