বীর্য পরীক্ষা কি?

  • 1 Answer(s)

    কোনো দম্পতি যদি তাদের বন্ধ্যত্ব সমস্যা আছে বলে ধারণা করে, বন্ধ্যত্ব সমস্যার কারণ চিহ্নিত করার জন্য স্বামী-স্ত্রী উভয়েরই পরীক্ষা দরকার হয়। পুরুষের যে পরীক্ষাটি করা হয় তাকে সিমেন এনালাইসিস বা বীর্য পরীক্ষা বলা হয়।
    বীর্য পরীক্ষা কিভাবে করতে হয়
    1. তিন থেকে পাঁচ দিন মেলামেশা বন্ধ রাখা বীর্য পরীক্ষার পূর্বশর্ত।
    2. এই পাঁচ দিন স্ত্রীর সাথে মেলা- মিশা বা মাস্টারবেট/হস্তমৈথুন করা যাবে না।
    3. বীর্যে দেবার জন্য সময় নিয়ে ধীরে-সুস্থে আসুন,
    উদ্বিগ্ন বা উত্তেজিত হবেন না।
    4. কখনও কখনও বীর্যে দিতে কিছু সময় লাগে বা দেরি হয়,
    দুশ্চিন্তা না করে কিছুটা সময় অপেক্ষা করে অবার চেষ্টা করুন।
    5. যত্নের সঙ্গে পরীক্ষার রিপোর্ট তৈরি করতে হয় বলে ভালো ও স্বীকৃত ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষাটি করা উচিত।
    বীর্য পরীক্ষা রিপোর্টে কি কি দেখা হয়:
     শুক্রাণুর সংখ্যা
     শুক্রাণুর নড়াচড়ার গতি
     শুক্রাণুর গঠন

    Best Answered on December 17, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.