ভর আর ওজন কি একই জিনিস?
ভর এর একক কেজি। পালা পাথর/মেশিন দিয়ে আমরা যা মাপি সেটা আসলে ভর মাপি। যেমন ধরুন আপনার ভর ৬০ কেজি। আর ওজন হচ্ছে একধরনের বল। পৃথিবী আপনকে কত বল টানছে সেটা হলো ওজন। ওজন বের করার সূত্র: ভর × অভিকর্ষজ ত্বরণ। পৃথিবীর ত্বরণ ৯.৮ মি/সে। সুতরাং প্রথীবিতে আপনার ওজন = ৬০× ৯.৮ = ৫৮৮ নিউটন।
এবার ধরুন আপনি চাঁদে গেলেন। চাদেও আপনার ভর ৬০ কেজি ই থাকবে, কিন্তু ওজন ভিন্ন। কারন প্রথিবি আর চাঁদ আপনাকে সমান বলে টানবে না। চাঁদের ত্বরণ ১.৬। চাঁদে আপনার ওজন হবে ৬০×১.৬=৯৬ নিউটন। ফলে চাঁদে আপনি সহজেই ভাসতে পারবেন এবং নিজেকে হালকা অনুভব করবেন, কেননা চাঁদ আপনাকে কম বলে টানছে।