ভুল করে কারোর ব্যাংক একাউন্ট এ টাকা জমা দিলে কীভাবে তা ফেরত পাওয়া সম্ভব?
যদি ব্যাংকের ভুলে, এরকম হয়, তবে টাকা ফেরত দেয়ার দায়িত্ব ব্যাংকের । “জমাকর্তা”র উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
যদি, “জমাকর্তা”র ভুলে এরকম হয়, তবে টাকা ফেরত দেয়ার দায়িত্ব ব্যাংক এর থাকছে না। তবে, ব্যাংককে জানালে, ব্যাংক এ ব্যাপারে সহযোগীতা করতে পারে। এক্ষেত্রে, যার একাউন্টে টাকা জমা পড়েছে, তার উপর পুরোটাই নির্ভর করবে। তার সম্মতি ভিন্ন, ব্যাংক তার একাউন্ট থেকে কোনো “রিভার্সাল” এফেক্ট করতে পারবে না।
সাধারণত: ব্যাংক কর্তৃপক্ষ টাকা জমা করার আগে, একাউন্ট নম্বর এবং একাউন্ট হোল্ডার এর নাম মিলিয়ে দেখে নেন। তবে, “অনলাইনে” জমা করার ক্ষেত্রে, নাম সঠিক দিয়ে, একাউন্ট নম্বর ভুল দিলে ও, ওই একাউন্ট নম্বরেই টাকা জমা হবে। অনলাইন ট্রান্সফার এর ক্ষেত্রে, একাউন্ট নম্বরকেই গুরুত্ব দেয়া হয়।
যদি, ভুল করে যাঁর একাউন্ট এ টাকা জমা দেয়া হয়েছে, তিনি সেটা ফেরত্ দিতে কিছুতেই রাজী না হন, সেক্ষেত্রে টাকার পরিমানের উপর নির্ভর করে, “আইনজীবীর” মাধ্যমে, “লিগ্যাল নোটিশ” পাঠিয়ে, “রিকভারি প্রসিডিংস” চালু করার প্রাবধান আছে। সেক্ষেত্রে, অনিচ্ছাকৃত ভুলে, টাকা জমা দেয়ার ঘটনাকে আদালতে স্থাপিত করতে হবে। এটা সময় তথা ব্যয়সাপেক্ষ প্রচেষ্টা হবে। আদালতের সিদ্ধান্তের উপর বিষয়টি নির্ভর করবে। ভুলের কারণে, অন্যায় ভাবে কারোর টাকা উপভোগ করা, আইনের চোখে সমর্থনযোগ্য নয়।