ভোটার আইডি কার্ডের নাম সংশোধনের উপায় কি?
জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হলে নির্বাচন অফিসে আবেদন করতে হবে। এই আবেদন দুই ভাবে করা যায়।
১. জেলা, উপজেলা, থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার আইডি কার্ড সংশোধন ফরম- ২ সংগ্রহ করতে হবে। ফরমটি সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ফরমের সঙ্গে পিন-আপ করে জমা দিতে হবে। মোবাইল ব্যাংকিং সিস্টেম বিকাশ অথবা রকেটের মাধ্যমে সংশোধন ফি পরিশোধ করতে হবে। এরপর সংশোধনের কার্যক্রম শুরু হবে।
২. অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করা যাবে। সেজন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করলে ভোটারের ছবি, নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখসহ যাবতীয় তথ্য দেখা যাবে। যে তথ্যে ভুল আছে সেটা সংশোধন করে আবেদন দাখিল করতে হবে।