মহাশূন্যে যেতে কেন মহাকাশচারীদের পোশাক পড়তে হয়? স্বাভাবিক পোশাকে কী সমস্যা হত?
খুব সুন্দর প্রশ্ন।
মহাশূন্যে কোনো চাপ নেই!
তাহলে মহাকাশচারীদের কেন পোশাক পরতে হয়!
আসলে মহাকাশ এ চাপ না থাকলেও মানুষের শরীরে রক্তের একটা চাপ আছে এর মান 1.5× 10^5 pa । এ চাপ কিন্তু আমরা পৃথিবীতে থাকতে অনুভব করি না কারণ বায়ুমন্ডলীয় চাপ এই চাপ হতে কিছুটা বেশি। কিন্তু মহাশূন্যে তো চাপকে প্রতিঘাত করার মতো কোনো চাপ নেই তাই উল্টো আমরা আমাদের চাপ ই অনুভব করি।
আর এই চাপ এত মারাত্মক যে আমরা কিছুক্ষনের মধ্যে রক্তক্ষরণে মারা যেতে থাকবো