মাদারবোর্ডে কি একাধিক সিপিইউ লাগানো সম্ভব?
আমার কম্পিউটারের মাদারবোর্ডে একাধিক সিপিইউ লাগিয়ে কি স্পিড বাড়ানো সম্ভব?
সম্ভব, তবে এজন্য বিশেষ মাদারবোর্ড লাগবে। আর মূল ব্যাপার হচ্ছে এটা আপনার-আমার মতো সাধারণ ব্যবহারকারীর কোনো কাজে আসবে না। আপনি হয়তো মনে করছেন একাধিক সিপিইউ লাগালে দুই সিপিইউ এর মিলিত শক্তি আপনার কম্পিউটার অনেক গতিশীল করে তুলবে, কিন্তু ব্যাপারটা এমন না। আমরা দৈনন্দিন জীবনে যেসব সফটওয়্যার ব্যবহার করি বা গেইম খেলি এর কোনটিই একাধিক সিপিইউ এর শক্তি ব্যবহারের উপযোগী নয়। অর্থাৎ আপনার কম্পিউটারে একাধিক সিপিইউ থাকলে সেটা আপনার কর্মঅভিজ্ঞতাকে উন্নত করবে না সাধারণত। এর ব্যবহার মূলত সার্ভারে হয় যেখানে অনেক অনেক ধরণের আলাদা কাজ করতে হয় এবং দুইটি সিপিইউ থাকলে এরা কোর ও থ্রেডের মাধ্যমে এসব কাজ ভাগাভাগি করে নিতে পারে।