মার্কেটপ্লেসের বাইরে কীভাবে বায়ার পাবেন?
মার্কেটপ্লেসের বাইরে কীভাবে বায়ার পাবেন?
ফ্রিল্যান্সিং এর জন্য পড়াশোনা করার কোনও দরকার নাই আপনার মূলত ভাবে দরকার একটা স্কিল যেই স্কিলটা মানুষকে সাহায্য করতে পারবে কোনও না কোনও ভাবে । এই স্কিল্টা হইতে পারে ভিডিও এডিটিং, হইতে পারে কন্টেন্ট রাইটিং, হইতে পারে কোডিং ।
তবে আপনাকে অবশ্যই ইংলিশ এর ভাল জ্ঞ্যান হবে কেননা আপনার বেশির ভাগ client হবে বিদেশি, তাদের সাথে কথা বার্তা বলতে হইলে ইংলিশ জানা খুবি জরুরি । এইটার কোনও বিকল্প নেই ।
ফ্রিল্যান্সিং শিখার যেই ধাপ গুল পার হয়ে আসতে হবে
১। কি স্কিল নিয়ে কাজ করবেন এইটা নির্ধারণ করা
২। সেই স্কিল্টা গড়ে তোলা
৩। একটি পোর্টফলিও তৈরি করা
৪। মার্কেটপ্লেসে নিয়ে ধারনা নেওয়া
৫। মার্কেট প্লেসে account তৈরি করা
৬। client খোজা
ফেসবুকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড চাকুরী কিংবা কোন কাজের জন্য হায়ারিং পোষ্ট করলে, ৯০% মানুষ লেখেন, আমি আগ্রহী, আমাকে ইনবক্স করুন, আপনাকে ইনবক্স করেছি, বা রিপ্লাই মি, ইত্যাদি ।
এই ধরনের কমেন্টে বোঝা যায় না আপনি আসলেই কাজটি পারবেন কিনা । ফলসরূপ, অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ হারান । মূলত, কেন তারা আপনাকে নিয়োগ করবে তা ব্যাখ্যা করতে হবে ।
পরবর্তীতে এপ্লাই করার পূর্বে নিচের নির্দেশিকা অনুসরণ করুন,
✅ কত বছরের অভিজ্ঞতা তা লিখুন
✅ নমুনা বা পোর্টফোলিও লিঙ্ক দিন
✅ অন্যদের নেই এমন দক্ষতা উল্লেখ করুন
✅ আপনি সেরা, সম্পর্কে ২/৩ টি প্যারাগ্র
পড়া চালিয়ে যান