মিনারেল ওয়াটার একটু তেতো তেতো লাগে কেন?
প্রাকৃতিক ঝর্ণা বা প্রস্রবণ থেকে সংগৃহীত পানি যা খনিজ পুষ্টি উপাদান, লবণ এবং সালফার সমৃদ্ধ, এই ধরনের পানিই মিনারেল ওয়াটার বা খনিজ পানি নামে পরিচিতি। আগের দিনে লোকে এসব প্রাকৃতিক ঝরনা বা প্রস্রবণগুলোর পানি পান করতেন রোগমুক্তির জন্য। কিন্তু এখন এসব উৎস থেকে সংগৃহীত পানি বোতলজাত করে বিক্রি করা হয়।
মিনারেল ওয়াটার একটু তেতো তেতো লাগে কেন?
এই বিষয়ে আমি নিজে পরিষ্কার ভাবে কিছুই জানি না। তাই প্রথমে ভেবেছিলাম প্রশ্নটা ছেড়ে দিব। কিন্তু এখন মনে হচ্ছে উত্তর দিয়েই আমার কনফিউশান দূর করি। এই প্রশ্ন সম্পর্কে আমি এখানে তিনটা মতামত দিচ্ছি। আপনারা কমেন্টে আমাকে জানাবেন কোনটা সঠিক…
আমার নিজের মতামতঃ বিভিন্ন খনিজ পদার্থ থাকার কারণে মিনারেল ওয়াটার তিতা লাগে।
আমার বড় বোনের মতামতঃ পানিকে অতিরিক্ত বিশুদ্ধ করার জন্য বিভিন্ন পানি-বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যাবহার করার কারণে এর স্বাদ তিতা হয়ে যায়।
আমার বাবার মতামতঃ একভাবে একটা নির্দিষ্ট জায়গার পানি পান করতে করতে হঠাৎ করে কেনা পানি খাওয়ার কারণে মিনারেল ওয়াটার তিতা লাগে। কিন্তু আসলে তিতা না।