মোবাইল এর সাদা কাভার লাল হয় কেন?

Asked on January 1, 2021 in Mobile.
Add Comment
  • 1 Answer(s)

    ছিল রুমাল হয়ে গেল বেড়াল “

    এমন কথা তো শুধু সাহিত্যেই হয়। বাস্তবে কখনো সম্ভব ?

    আসলে বাস্তবেও এরকম ঘটনা ঘটতে দেখা যায় । এই যেমন আপনার শখের কেনা একটা স্বচ্ছ প্লাস্টিকের কভার গিরগিটির মতো রং পাল্টিয়ে হয়ে গেল লালচে বা হলদেটে।

    তবে কেন ঘটে এমন ঘটনা ?

    আসলে বেশিরভাগ ফোনের কভার তৈরি হয় পলিইউরিথেন নামক পলিমার দিয়ে। এর অপর নাম থার্মোপ্লাস্টিক পলিইউরিথেন ( TPU)। এই পলিমারের দুটি অংশ — পলিএস্টার চেন (polyester) (নমনীয় অংশ) ও ইউরিথেন গ্রুপ (অনমনীয় অংশ) ।

    এবার সূর্যালোকের UV ray-এর সংস্পর্শে পলিইউরিথেনের অ্যারোমেটিক রিংয়ে থাকা -CH2 গ্রুপটি ফোটোঅক্সিডেশন হয় বা জারণ হয় এবং ইউরিথেন গ্রুপটি ভেঙে যায়। এই রাসায়নিক পরিবর্তনের ফলে কার্বনিল গ্রুপের ঘনত্ব ক্রমশ বেড়ে যায়। এরফলে কভারের রং ক্রমশ লালচে বা হলদেটে হয়ে যায়। তাছাড়া তাপের প্রভাবেও এমন পরিবর্তন পরিলক্ষিত হয়।

    জল বা আর্দ্রতা অনেক সময় রং পরিবর্তনের আরেকটি কারণ। জলের উপস্থিতিতে হাইড্রোলাইসিসের দ্বারা পলিমারের গঠনগত পরিবর্তন দেখা যায় ।

    এই ধরনের পরিবর্তন সম্পূর্ণরূপে irreversible process । তাই কভারের রং একবার পরিবর্তন হয়ে গেলে। তা সহজে আগের অবস্থায় ফিরে আসে না।

    ধন্যবাদ

    Answered on January 1, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.