মোবাইল দিয়ে এমন কোনও কাজ করা যায় কি, যা থেকে মাসিক ৬/৭ হাজার টাকা আয় করা যাবে?
আপনি যখন গুগলে গিয়ে সার্চ দিবেন যে “মোবাইল দিয়ে আয় করার উপায় বা কৌশল” তখন দেখবেন হাজার হাজার লেখা পাবেন যা আপনাকে বিভিন্ন উপায় বা কৌশল বলে দিবে।
কিন্ত সত্যিটা হল এটাই যে মোবাইল দিয়ে বাংলাদেশের মত দেশে বসবাস করে ১০০০ টাকা আয় করা সম্ভব নয়।
বাংলাদেশের মত দেশ বললাম বলে, কথাটা কে অন্য ভাবে নিবেন না। আমি মোবাইল দিয়ে আয় করার কথার লজিক ধরে কথাটা বললাম।
যা হোক, তাহলে আপনার করনীয় কি?
আমি জানি না, আপনি কি কি কাজ জানেন বা জানেন না। আপনার কাজ জানা থাকলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ফ্রিল্যান্সিং কাজ শেখা শুরু করতে পারেন।
কারন, অনলাইন থেকে তিন ভাবে আয় করা সম্ভব,
১. তৃতীয় মাধ্যম হিসাবে (অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিসি মার্কেটিং ইত্যাদি)
২. ফ্রিল্যান্সিং
৩. ব্যবসা
উপরের উপায় গুলো ছারা অনলাইন থেকে সৎ ভাবে আয় করার অন্য কোন উপায় আমার জানা নেই।
এর পরেও বিশ্বাস যোগ্য কিছু মোবাইল অ্যাপের কথা নিচের লিংকে তুলে ধরলাম। কিন্তু সেই অ্যাপ গুলো দিয়ে আপনি মাসে ৬ হতে ৭ হাজার টাকা আয় করতে পারবেন না।
বিশ্বাস যোগ্য কিছু মোবাইল অ্যাপ যা দিয়ে আপনি অনলাইন থেকে টাকা আয় করার চেষ্টা করতে পারেন।
বিশ্বাস যোগ্য অনলাইন আয়ের মোবাইল অ্যাপ
ভালো থাকবেন
ধন্যবাদ