মোবাইল ফোনের নাইটমোড অপশনটি কি ব্যবহারকারীর স্বাস্থ্যের জন্য সত্যিই উপকারী?
মোবাইল ফোন যে নীল আলো ছড়ায়, রুমের লাইট নিভিয়ে দেয়ার কারণে রাতে সেটি আরও তীক্ষ্ণ হয়ে যায়। এটি শুধু দৃষ্টিশক্তির ক্ষতিই করে না, পাশাপাশি শরীরের ওপর বেশ বিরূপ প্রভাব ফেলে।
যখন নাইট মোড অপশনটি অন করা হয় তখন মোবাইলের আলো কিছুটা কমে যায়। নীল আলোকে ঢেকে দেওয়ার জন্য ডিসপ্লেতে হলুদ বা লাল দেখানো হয়। এছাড়াও কিছু অ্যাপে সাদা স্থানটি Dark করা হয়। অনেকটা কোরার মতো। এভাবেই নাইটমোভ চোখের ক্ষতি রোধ করে। নাইটমোডের কারনে মোবাইলে চার্জ খরচও কম হয় এবং ব্যাটারি ভালো থাকে।
*কোরা নাইটমোডে পুরোপুরি কালো করে ফেলে যা চোখের জন্য আরামদায়ক না এবং লেখাগুলো পড়তে অসুবিধা হতে পারে। এটাকে black mode বলা হয়।