মোবাইল ফোনে ইমার্জেন্সি মোড-এর কাজ কী?
ইমারজেন্সি মোড হচ্ছে আপনার ফোন যদি লক করা থাকে পাসওয়ার্ড দ্বারা আর আপনি যখন কোন দুর্ঘটনার মুখোমুখি হন, আপনি আপনার ফোনটি ব্যাবহার করে নিজের পরিবারের কাউকে ফোন কল দিতে অসমর্থক হন বা অচেতন হয়ে পড়েছেন বাহিরে কোথাও তখন আশপাশের কোনো ব্যাক্তি বা পুলিশ আপনাকে সাহায্য করতে আর আপনার পরিবারের কাউকে আপনার অবস্থার সম্পর্কে অবগত করতে ওই ব্যাক্তি লক স্ক্রীন থেকে ইমারজেন্সি মোডে গিয়ে সেখান থেকে আপনি যেসব তথ্য যেমন: আপনার ঠিকানা, পরিবারবর্গের ফোন নাম্বার দিয়ে রাখেন ওইসব তথ্য ব্যাবহার করে আপনার পরিবারের সাথে যোগাযোগ করবার চেষ্টা করবেন। খুবই উপকারী অপশন এটি যা অনেকেই কিভাবে ব্যাবহার করতে হয় জানেন না যার জন্য বিপদের সময়ে পরিবারকে খবর দিতে বিলম্ব হলে বড়ো ক্ষতি হতে পারে।🤷🏻♂️
(গোপনীয়তা রক্ষার্থে তথ্য লুকিয়ে রাখা হয়েছে 😁)