শুল্ক আইনানুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ কত গ্রাম স্বর্ণ বিদেশ থেকে বাংলাদেশে আনতে পারেন?
শুল্ক আইনানুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ ২০০ গ্রাম স্বর্ণ আনতে পারেন। তবে তিনি চাইলে দুই কেজি স্বর্ণও আনতে পারবেন। সেক্ষেত্রে তিনটি শর্তপূরণ করতে হবে। এগুলো হলো তাকে প্রবাসী হতে হবে, কোন উৎস থেকে টাকাটা পেয়েছেন তার ঘোষণা দিতে হবে এবং সংশ্লিষ্ট দেশে নিযুক্ত রাষ্ট্রদূতের সনদ নিতে হবে।