সমাসবদ্ধ শব্দ ‘ আনত’ কোন সমাসের উদাহরণ?
সমাসবদ্ধ শব্দ ‘ আনত’ কোন সমাসের উদাহরণ?
অব্যয়ীভাব
ঈষৎ নত = আনত (অব্যয়ীভাব সমাস)। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। সামীপ্য, পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি অর্থে অব্যয়ীভাব সমাস হয়।