সম্প্রতি গুগল ৬ মাসের এমন কিছু কোর্স প্রকাশ করার ঘোষণা করেছে যেগুলোকে তারা 4 বছরের ডিগ্রির সমতুল্য দাবি করেছে। এই গুগল ক্যারিয়ার সার্টিফিকেশন কোর্সগুলি কি আমাকে বাংলাদেশে চাকরি পেতে সহায়তা করতে পারে?
গুগল সম্প্রতি ৬ মাস মেয়াদি একটা কোর্স চালু করেছে এবং তারা এটাকে ৪ বছরের ডিগ্রির সমতুল্য ধরেছে।বিশ্বের যেকোন দেশে থেকেই এই কোর্সটি করা যাবে।এই কোর্স কমপ্লিট করে certificate নিতে পারলে গুগল থেকে চাকরির সুযোগ সহ ১০০০০$ ডলার পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব একটা কাজে আসবে না ।তবে দেশের প্রাইভেট আইটি ফার্ম গুলোতে হয়তো সুযোগ পেতে পারেন।সবচেয়ে ভালো হবে বাইরের দেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে কারন তারা এগুলোকে বেশি গুরুত্ব দেয়। তারপরও আপনি চাইলে কোর্স টি করতে পারেন।