সাপের কাছে কি সত্যিই মণি আছে? আপনি কি দেখেছেন?
সাপের কাছে সত্যিই মনি থাকলে এতদিন বিভিন্ন জুয়েলারি শপে বিভিন্ন বিজ্ঞাপন শোভা পেত। বাণিজ্যিকভিত্তিতে ঝিনুকের মুক্তা চাষের মত সাপের মনিও চাষ হতো। টেলিভিশনে পত্র-পত্রিকায় বিজ্ঞাপনে চতুর্দিক মুখরিত থাকত। টিভিতে সাপের মনি চাষের সকল কাহিনী প্রচারিত হতো।
একশ্রেণীর সিনেমা এবং রূপকথার গল্প সাপকে কোন পর্যায়ে নিয়ে যায়নি বলুন তো? সাপ কামড় দিয়ে নিজেই বিষ চুষে নিয়ে মৃত্যুকে তাজা করেছে, বিষধর না হওয়া সত্ত্বেও কালনাগিনী কে ভিলেন বানিয়েছে, নায়ক-নায়িকাকে সাপ এবং মানব দুটো স্বত্বাই দিয়েছে আরো কত কি! আর আমরা অনেকেই এটাই গিলছি!