সামরিক বাহিনীতে নিয়োগের আগে হাঁটুতে-হাঁটুতে মিলে কিনা দেখা হয় কেন? হাঁটুতে-হাঁটুতে মিললে কী সমস্যা?

Asked on February 3, 2021 in Health.
Add Comment
  • 1 Answer(s)

    হাঁটুতে হাঁটু মিলে যাবার বিষয়টাকে হয়তো নিচের ছবিটার মতো অবস্থার কথা বলা হচ্ছে।

    দুই হাঁটু একসাথে করার পর যদি দুই গোড়ালির মধ্যে ব্যবধান ৩ ইঞ্চি বা এর থেকেও বেশি হয়ে থাকে তাহলে বেশ সমস্যারই বটে। এই সমস্যার নাম নক-নীজ (Knock knees) বা জেনু ভ্যালগাম।

    সামরিক বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বিষয়টিকে বেশ গুরুত্ব দেয়া হয় অর্থাৎ সমস্যাটি থাকলে একেবারে প্রাথমিক দিকেই বাদ দিয়ে দেয়া হয়।

    কিন্তু কেন?

    সামরিক বাহিনীর প্রশিক্ষণ নিতে গিয়ে শরীরের উপর ব্যাপক ধকল যাবার কথা। বাস্তুব কোন অভিজ্ঞতা আমার নেই। যা দুই একটা ভিডিও দেখেছি সেখান থেকে আঁচ করতে পারি শারীরিক সক্ষমতার বিষয়ে।

    প্রশিক্ষণের সময় প্রতিদিনই কয়েক মাইল দৌড় দিতে হয়। হাঁটুতে উল্লিখিত সমস্যা নিয়ে দৌড় দেয়াটা বেশ ঝামেলার। হাঁটুতে হাঁটু বেঁধে পড়ে যাওয়া লাগতে পারে। পড়ে না গেলেও কাঠামোগত সমস্যার জন্য হাঁটুতে আঘাত পাওয়া বেশ স্বাভাবিক। এখান থেকে বড় ধরনের সমস্যাও তৈরি হয়ে যেতে পারে পায়ে। এই যেমন- বাত, হাঁটুর লিগামেন্টে সমস্যা, হাঁটুতে থাকা তরুণাস্থিতে সমস্যা ইত্যাদি।

    সংক্ষেপে বলতে গেলে, ‘নক-নীজ’ নামক সমস্যা নিয়ে প্রশিক্ষণের সময়ের ধকল আমাদের হাঁটু সামলাতে পারবে না।

    Answered on February 3, 2021.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.