সারা পৃথিবীর ট্রাফিক জ্যামের খবর গুগল কিভাবে জানে?
বলতে পারেন গুগল আপনার সবকিছুই জানে কারণ সমর্থন গুগলকে আপনি নিজেই দিয়ে রেখেছেন। তাছাড়া আপনি চাইলেও আপনার সব গোপন তথ্য গুগলের কাছে থেকে লুকিয়ে রাখতে পারবেন না।
গুগল এমন একটি পরিষেবা যা আপনার নিত্যদিনের কাজের জন্য একবার হলেও প্রয়োজন হবে আর সেই কাজের সময় টুকুই গুগল আপনার উপর নজরদারি করবে বলতে পারেন আপনার কি জিনিস পছন্দ বা কি জিনিস ভালো লাগে বা কোন খাবার আপনি পছন্দ করেন মোটামোটি সবকিছুর একটি ডাটাবেজ গুগল সংরক্ষণ করে রাখে।
আর মোট কথা গুগল একটি ফ্রি অনলাইন প্লাটফর্ম তাই সবাই এটা ব্যবহার করে খবর জানতে বা আবহাওয়া বার্তা জানতে বা রাস্তায় চলাচল করতে এবং রাস্তার দিক নির্দেশনার জন্য আপনার লোকেশন গুগল ট্রেকিং করে এবং সে অনুযায়ী যাঁরা যাঁরা ঠিক একই রাস্তায় চলাচল করছে তাঁর উপর ভিত্তি করেই গুগল আপনাকে সে ট্রাফিক জ্যামের খবর দেয়।