স্মার্টফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে কী কী করা উচিত? কোনো উপায়ে এটাকে খুঁজে পাওয়া সম্ভব কি?
প্রথমেই জানাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, আপনার উচিত থানায় লিখিত অভিযোগ জানানো। তবে আপনি যদি খুব প্রভাবশালী না হন, তবে ওটা ফেরৎ পাবেন না। তাও F.I.R করে রাখা উচিৎ। যদি আপনার ফোন দিয়ে কোন অপকর্ম করা হয়, তবে ওই F.I.R আপনার কাজে লাগবে। মনে রাখবেন চোরদের ও একটা নেটওয়ার্ক আছে, সেখানে ওদের ট্রেনিং নিতে হয়। ওদের ও থানা, পুলিশ, উকিল ইত্যাদি সম্পর্কে খোঁজ খবর বা যোগাযোগ রাখতে হয়। ধন্যবাদ।