হাজার হ্রদের দেশ কোনটি?

 

হাজার হ্রদের দেশ কোনটি?

Add Comment
  • 1 Answer(s)

    হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড।

    ফিনল্যান্ড‌ উত্তর – পশ্চিম ইউরোপে বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র।

    ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলির একটি। এর এক – তৃতীয়াংশ এলাকা সুমেরুবৃত্তের উত্তরে অবস্থিত। এখানে ঘন সবুজ অরণ্য ও প্রচুর হ্রদ রয়েছে। প্রাচীরঘেরা প্রাসাদের পাশাপাশি আছে অত্যধুনিক দালানকোঠা।

    দেশটির বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ; এগুলিকে প্রায়ই ফিনল্যান্ডের “সবুজ সোনা” নামে ডাকা হয়। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর।

    Answered on January 12, 2024.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.