হ্যাকাররা এত দ্রুত টাইপ করে কিভাবে?
“হ্যাকার টাইপ করছে আর স্ক্রিনে এত্ত এত্ত লেখা এসে ভরে যাচ্ছে” তাই দেখে অবাক হচ্ছেন? আসলে ওগুলা টাইপ করাই হয়নি। হ্যাকার বিভিন্ন কমান্ড দিচ্ছে আর সে অনুসারে টার্মিনালে অনেক আউটপুট আসছে আর আপনি সে আউটপুট দেখে ভাবছেন যে হ্যাকার এত্ত টাইপ করছে…
আপনি এক কাজ করুন। আপনার উইন্ডোজের cmd command promt ওপেন করে তাতে tree লিখে এন্টার দিন। দেখবেন অনেক লেখা এসে ভরে গেছে। অথচ এত্ত লেখা আপনি লিখেননি। ব্যাপারটা এমনই।
তবে এটাও ঠিক যারা খুব বেশি সময় কম্পিউটারে কাজ করে তাদের টাইপিং স্পিড বেশি থাকাটাই স্বাভাবিক।
নিজে চেষ্টা করে দেখুন।