১৯ মাসের বেবিকে নিয়ে কি সাজেক এবং কক্সবাজার যাওয়া সেইফ হবে?
সামনের মাসে হাবি আসছে। তাই যেতে চাইছিলাম। আমরা প্লেনে যাবো। সিলেট থেকে কক্সবাজার। তারপর সাজেক কিভাবে যেতে পারি? বাবুকে সাজেক নিয়ে গেলে কি প্রবলেম হবে কোন? সাজেস্ট মি প্লিজ।
সবার অবস্থা যে এক হবে এমন না। ওয়েদার খারাপ হলে বাবু অসুস্থ হয়ে যেতে পারে। আমিও সবার সাহস পেয়ে গেছিলাম ৯ মাসের বাচ্চা নিয়ে কক্সবাজার। তাও ফেনী থেকে। কিন্তু সমুদ্রের বাতাসে ওর অনেক ঠান্ডা লেগে যায়, কফ জমে জ্বর এসে খারাপ অবস্থা। কোন লাভ হয় নাই যেয়ে।