4k রেজ্যুলেশন কী?
রেজ্যুলেশন কি?
একেবারে সহজ কথায় বলতে গেলে কোন ইলেকট্রনিক যন্ত্রে যে স্ক্রিন, মনিটর অথবা পর্দা দেওয়া থাকে, সেখানে প্রতি ইঞ্চিতে যে পরিমাণ পিক্সেল বা বিন্দু থাকে, তাকেই মূলত রেজ্যুলেশন বলে। উদাহরণ হিসেবে কোন প্রিন্টার যদি ৭২০ ডি.পি.আই (dpi – dot’s per inch) তে ছবি প্রিন্ট করার ক্ষমতা রাখে, তার মানে এই দাঁড়ায় যে প্রিন্টারটি প্রতি এক ইঞ্চিতে ৭২০টি পিক্সেল বসাতে পারবে।
অন্যভাবে বোঝাতে গেলে আপনার ফোনের ডিসপ্লে অনেক ছোট ছোট চতুর্ভুজ আকৃতির উপাদান দিয়ে তৈরী, যাকে সাধারণত আমরা পিক্সেল বলি। এখন, আপনার ফোনের রেজ্যুলেশন যদি ১০৮০ x ২১৬০ হয়, তাহলে তার মানে দাঁড়ায় আপনি যদি ডান পাশ থেকে বাম পাশে প্রতিটি পিক্সেল গুনেন তাহলে তার সংখ্যা দাঁড়াবে ১০৮০টি এবং উপর থেকে নিচ পর্যন্ত গুনলে তা হবে ২১৬০টি।
এখন সাধারণত রেজ্যুলেশনের প্রথম সংখ্যাটিকেই ডিসপ্লের মূল ধরা হয়, যেমন ৭২০p স্ক্রিন, ১০৮০p স্ক্রিন ইত্যাদি।
এখন 4K এর ক্ষেত্রে যা হয়, তা হলো ৩৮৪০ x ২১৬০! যেহেতু এটি ৪’০০০ পিক্সেলের কাছাকাছি, তাই একে 4K বলা হয় এবং একে ডান থেকে বাম পাশে গুনলে পিক্সেলের সংখ্যা দাঁড়াবে ৪’০০০! ভাবতেই পারছেন একটা ১০৮০ পিক্সেলের ডিসপ্লের থেকে এটি কত বেশি তথ্য একসাথে দেখাতে পারে। একটি 4K স্ক্রিন সবসময় ৩৮৪০ x ২১৬০ হয়ে থাকে না। তবে ধরে নিতে পারেন যে কমপক্ষে ৪’০০০ x ২’০০০ তো হবেই।
4K কন্টেন্ট
৪টি ১০৮০ পিক্সেলের স্ক্রিন যদি একত্রে যুক্ত করা হয়, তাহলে সেটি একটি 4K ডিসপ্লে হবে (১০৮০*৪=৪’০০০+)। এখন ধরে নিন আপনার কাছে 4K টিভি আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে 4K কন্টেন্ট বা ভিডিও না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি 4K মিডিয়া দেখতে পারবেন না। কেননা একটি 4K টিভিতে ১০৮০ পিক্সেলের ভিডিও প্লে করলে তা ১০৮০ তেই চলবে, 4K তে নয়।
এজন্য অনেক কোম্পানী, তাদের 4K টিভিতে UHD upscaling নামক একটি ফিচার দিয়ে থাকে, যেটা কিনা একটি ১০৮০ বা ১৪৪০ পিক্সেলের ডিটেইল’কে ২ গুণ করে ফেলে। মানে ১০৮০ পিক্সেলের কোন ভিডিও প্লে করলে, সে ভিডিওয়ের ১টি পিক্সেলকে ২ গুণ করে ফেলে। Upscaling করার পর সবশেষে যে ভিডিও কন্টেন্ট পেয়ে থাকি, তা 2K অথবা 4K হয়ে থাকে, যার ফলে এটি আগের থেকে দেখতে ভাল হয়।
স্মার্টফোনে 4K রেকর্ডিং এবং 4K ডিসপ্লে
আজকালকার প্রতিটি স্মার্টফোনে 4K রেকর্ডিং’এর সুযোগ পেয়ে যাবেন। একটি মোবাইলে 4K রেকর্ড করতে হলে কমপক্ষে সে মোবাইলে ১২ মেগাপিক্সেল লেন্স থাকতে হবে।
ছবি: xperia z5 premium
২০১৫ সালে সনি এই প্রথম কোন 4K ডিসপ্লের ফোন লঞ্চ করে, যেটা ছিল Sony Xperia Z5 Premium. এটি বের হওয়ার অনেক আগেই মোবাইলফোন গুলো 4K রেকর্ড করতে পারত, কিন্তু 4K সাপোর্ট করত না।
ছবি: xperia 1
২০১৯ সালে এসে সনি, Xperia 1 এর মাধ্যমে পৃথিবীর প্রথম 4K HDR OLED ডিসপ্লের ফোন লঞ্চ করে। যার মাধ্যমে স্মার্টফোনের ডিসপ্লে একধাপ এগিয়ে যায়।
8K প্রযুক্তি
4K প্রযুক্তি মোটেও নতুন নয়, এটি অনেক আগে থেকেই বাজারে ছিল। ২০১০ সালে ইউটিউব 4K ভিডিও সাপোর্ট করা শুরু করে। 4K এর চাহিদা বলতে গেলে খুব বেশি নয়, আবার কমও নয়। দিনে দিনে সবকিছুর রেজ্যুলেশন বেড়ে চলেছে। এমনকি 4K এর জায়গা দখল করতে ২০১৯ সালের শুরুতে বড় বড় কোম্পানীগুলো যেমন সনি, স্যামসাং, এলজি 8K প্রযুক্তি দেখায়, যা একদিকে ভবিষ্যতকে নির্দেশ করে। এখন চিন্তা করে দেখুন যে 4K রেজ্যুলেশনে যতগুলো পিক্সেল আছে, 8K তে তার দুগুণ পিক্সেল আছে!