‘HD’ বলতে কী বোঝায়?

what does it mean by HD

Asked on October 30, 2020 in Technology.
Add Comment
  • 1 Answer(s)

    HD এর পূর্ণরূপ high definition. এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে high-definition আসলে জিনিসটি কি ? তবে কিছু বলার আগে আসুন দেখে নেই বর্তমানে আমরা কতদূর পর্যন্ত যেতে পেরেছি।

    আমরা যখন কোন ডিসপ্লে বা কোন ভিডিও দেখি সেখানে উপস্থিত পিক্সেল এর অনুপাত এর উপর ভিত্তি করে ডিসপ্লে কোয়ালিটি ভিডিও কোয়ালিটি নির্দিষ্ট করা হয়।

    কোন ভিডিওতে পিক্সএল অর্থাৎ আলোর কণার অনুপাত যদি 1280*720 হয় তাহলে সেটিকে HD বলে।

    তবে ব্যাপারটি কে আরও সহজ করার জন্য 720 px কে এইচডি বলা হয়।

    একইভাবে 1080 px কে FHD বা ফুল এইচডি এভাবে চলতে থাকে ।

    HD আসলে দেখতে কেমন সেটি উপলব্ধি করার জন্য আপনার ফোন থেকে ইউটিউবে প্রবেশ করে কোয়ালিটি অপশনটি সিলেক্ট করবেন। তারপর 720 অপশনটি সিলেক্ট করে নিবেন।

    (মনে রাখবেন আপনি সিম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করলে কখনো HD সিলেক্ট করবেন না এতে আপনার ইন্টারনেট অনেক দ্রুত শেষ হয়ে যাবে )

    Answered on October 30, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.