‘House’ এবং ‘Home’-এর ভিতরে পার্থক্য কী?

difference between house and home

Asked on August 29, 2020 in Education.
Add Comment
  • 1 Answer(s)

    আমি আর আল – আমিন ক্লাসে বসে ক্লাস করতে ছিলাম তখন হঠাৎ স্যার জিজ্ঞাসা করলো বলতো,

    House and Home এর ভিতরে পার্থক্য কি?

    আমরা ক্লাসে সবাই চুপ করে থাকলাম কেউ বলতে পারলাম না,

    আমি আর আল – আমিন ফিস ফিস করছিলাম কিন্তু ব্যপারটা আমরাও জানি না।

    অনেক চুপ থাকার পর স্যার বলল ঠিক আছে আমিই বলতেছি, মনোযোগ দিয়ে শুনো।

    ধরো আল -আমিন তোমার একটা গার্লফ্রেন্ড আছে যাকে তুমি শীঘ্রই বিয়ে করবে।

    আমিঃ আল- আমিন কে বললাম কিরে দোস্ত তুই তো আমারে কইলিনা তোর গার্লফ্রেন্ডের আছে আবার বিয়াও করতাছোছ

    আল -আমিনঃ আগে আমারে জানতে দে মাইয়াডা কে, আমাদের ক্লাসের না অন্য কোনো ক্লাসের। আগে আমি জানি তাঁরপর তোরে জানাইতাছি।

    স্যারঃ শুরু করলো। ধর আল – আমিন তার গার্লফ্রেন্ডকে নিয়ে গেল সাগরের সাথে পরিচয় করিয়ে দিতে।

    আল -আমিনঃ কেন স্যার সাগর কি এই বিষয়টা জানে না?

    স্যারঃ মনে কর সাগর জানেনা ।

    আমিঃ জি স্যার আমি আসলেই জানি না।

    স্যারঃ তো এখন আল – আমিন যে সাগরের সাথে পরিচয় করিয়ে দিবে তা কি করে দিবে? আল – আমিন কি বলবে,

    দোস্ত এইটা হল একটা মেয়ে আমি তাকে ভালোবাসি এবং বিয়ে করছি? এইটা বলবে,

    নাকি বলবে ও আমার গার্লফ্রেন্ড আর আমি ওকে বিয়ে করছি? কোনটা সবাই বল।

    সবাই বললঃ ওর আল -আমিন এর গার্লফ্রেন্ড এবং আল – আমিন তাকে বিয়ে করছে।

    স্যারঃ রাইট। ঠিক বলেছো।

    ঠিক একইভাবে আমরা যখন Home এর কথা চিন্তা করি তখন কি মাথায় আসে? যেখানে ঘুমানোর বিছানা আছে , বালিশ আছে, পড়ার টেবিল আছে আর একটি পরিবেশ যেখানে বয়স্ক ব্যাক্তিগ, ভাইবোন, আপনার ছেলেমেয়ে আছে ইত্যাদি এ ধরণের কিছু? ঠিক

    আমরা সবাইঃ জি স্যার ঠিক।

    স্যারঃ আর যখন আমরা House কথা চিন্তা করি তখন কি মাথায় আসে বলো তো? ইট, পাথর, সিমেন্ট, লোহা ইত্যাদির দ্বারা বানানো একটি খোলস, একটি আরামদায়ক ও রাজকীয় স্ট্রাকচার।

    আরো সহজ করে বললে Home হচ্ছে থাকার জায়গা যেখানে তোমার অনেক স্মৃতি আছে আর House হচ্ছে যেটা শুধু বিল্ডিং তৈরি আছে, কিন্তু আল – আমিন যখন বিয়ে করে কোন House উঠবে তখন সেটা Home হয়ে যাবে।

    স্যারঃ তাহলে যখন তুমি তোমার বাসাতে থাকার উদ্দেশ্য যাচ্ছো তখন তুমি ব্যবহার করবে Home

    যেমনঃ We are going shift my house. ( ভবিষ্যৎ এখনো তুমি বাসা পরিবর্তন করো নি)

    We are living in our sweet home. (এখন যেখানে তোমরা থাকছো)

    দেখ যখন আমরা এখনো বাড়িতে উঠিনি তখন সেটা house আর যখন উঠে গেছি তখন এটা home হয়ে গেছে।

    Answered on August 29, 2020.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.