আমি আইইএলটিএস (IELTS) করতে চাই। আমাকে কি কোনো পরামর্শ দেবেন?
আইয়েল্টস করার আগে ভাল ইংরেজি জানা উচিত । তা না হলে আইয়েল্টসে ভালো করতে পারবেন না । আইয়েল্টস সম্পর্কে কতগুলো ভুল (মিথ) ধারনা :
১. মাত্র ৩ টা টিপস , ট্রিক্স, হ্যাক দিয়ে ৫ থেকে ৮ স্কোর করা সম্ভব ।
আপনি ৫ থেকে ৮ পেতে পারেন, তার জন্য ব্যান্ড ৮ লেভেল ইংরজি জানার সাথে সাথে আইয়েল্টসের জন্য ভাল প্রস্তুতি নেওয়া জরুরি । এটার জন্য কোন ম্যাজিক বা শর্টকাট নাই ।
২. যত বেশী জটিল করে লেখা যায়, তত বেশী স্কোর পাওয়া যায় ।
হ্যাঁ এবং না । জটিল বলতে আপনি কি বোঝাচ্ছেন ? জটিল বাক্য লিখতে
পারেন । কিন্তু আপনার লেখা যদি বোধগম্য না হয়, তাহলে হিতে বিপরীত হওয়ার
সম্ভাবনাই বেশী ।
৩. প্যাসেজ না পড়েই উত্তর দেওয়া যায় ।
রিডিং অংশে প্যাসেজ না পড়ে উত্তর দেওয়া যায় না । আপনি স্কিমিং এবং
স্ক্যানিং করতে পারেন বা নিজের মত করে রিডিং নিয়ে ডিল করতে পারেন ।
আইয়েল্টস রিডিং অংশ এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা রিডারদের
প্যাসেজ পড়ার জন্য ফোরস করে থাকে । দ্রুত পড়ে বুঝতে পারাটাই এখানে
প্রধান ব্যাপার ।
৪. যত বেশী লিংকিং করা যায় তত ই ভাল ।
অতিরিক্ত ব্যবহার বা প্রয়োজনের চেয়ে কম ব্যবহার করা দুটোই খারাপ ।
৫. কোন শব্দ রিপিট করা যাবে না । আইয়েল্টসে কোন শব্দ রিপিট না করাই ভাল । অবশ্যই আপনি রিপিট করতে পারবেন, তবে সেটা ৩-৪ বার করা উচিত নয় । অনেক সময় একটা শব্দ দু
বার ব্যবহার না করে উপায় থাকে না ।
৬. আইয়েল্টস হচ্ছে একটা ট্রিক.
আইয়েল্টস এক্সাম কোন ট্রিক না ।