LinkedIn থেকে কিভাবে আয় করা যায় একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে ? একটু বর্ণনা করে বলবেন!
LinkedIn থেকে কিভাবে আয় করা যায় একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে ? একটু বর্ণনা করে বলবেন!
➡ এ মার্কেটিং টি বোঝার জন্য আপনাকে একটি ছোট্ট গল্প পড়তে হবে গল্পটি ভালো করে বুঝলে মার্কেটিং টা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে বলে বিশ্বাস করি |
➡ আমরা ব্রিটিশদের কথা শুনি নাই অথবা নাম জানি নাই এরকম মানুষ মনে হয় পাওয়া যাবে না আমরা ব্রিটিশদের দ্বারা অনেক নির্যাতিত হয়েছি ইতিহাস পড়লেই তার সম্পর্কে বিস্তারিত জানা যায় |
➡ তবে ব্রিটিশরা প্রথমদিকে একটি প্রসেস অথবা একটি সিস্টেম এপ্লাই করতেন যার মাধ্যমে তারা আপনার থেকে টাকা নিতেন কিন্তু আপনি বুঝতেই পারতেন না | তাহলে এবার গল্পটা শুরু করা যাক আমরা বাঙালি জাতিরা প্রথমে চা চিনতাম না চা ☕ কি জিনিস ?
➡ এটা আবার টেস্ট কেমন হয় ? কোন কিছুই জানতাম না বুঝতাম না কিন্তু এখন চিন্তা করে দেখেন আমরা চা কফি ছাড়া একটা দিনও চলতে পারি না বেশিরভাগ মানুষ |
➡ প্রথমে তারা ফ্রিতে চা খাওয়েছিল কিছুদিন ফ্রিতে চা খাওয়ার ফলে আমরা এটাকে ডেইলি লাইফের একটি অংশ ভেবে নিলাম | ফাইনালি চা একটা নেশায় পরিণত হয়ে গেল | এরপরই শুরু হলো মজার খেলাটা |
➡ তারা এখন এটার অল্প অল্প করে দাম ধরা শুরু করলো তখন আমরা এটাকে কিনতে শুরু করলাম | আর এখন দেখেন প্রতিদিন বাংলাদেশে কত কোটি টাকার চা বিক্রি হয় |
➡ এটা কিন্তু ব্রিটিশদেরই প্রসেস অথবা সিস্টেম ছিল যেটা প্রথমে তারা আমাদেরকে ফ্রিতে দিয়েছে পরে আবার সেগুলো প্রোডাক্ট / Tea এর জন্য দাম রেখে দিয়েছে এবং তারা চা বিক্রি করে ভালো লেভেলের প্রফিট করতো |
➡ এক্সাক্টলি সিস্টেমটাই আমি লিংকটিনে একটা ক্লায়েন্টের সঙ্গে করেছিলাম প্রথমে তার প্রোফাইলটা ভিউ করলাম করে দেখলাম সে বিজনেস করে ই-কমার্স বিজনেস
| সেই বিজনেসের সে প্রোডাক্টগুলোর ইমেজ তার লিংকটিতে আপলোড করে তার audience কে দেখানোর জন্য |
➡ আমি তাকে একটা প্রপোজ দিলাম যে তোমার ইমেজ গুলো থেকে আমি বেটার ইমেজ তোমাকে ফ্রিতে দিব | সে রাজি হয়ে গেল আমি তাকে ১৫ দিনের মত ফ্রিতেই ডিজাইন গুলো দেওয়া শুরু করলাম | এরপর বন্ধ করে দিলাম সে এবার তার নিজের ডিজাইন আর ভালো লাগলো না এবং Finally সে আমাকে ডিজাইন এবং তার অন্যান্য সার্ভিস গুলোর জন্য হায়ার করল | এটি হচ্ছে আমার ব্রিটিশ মার্কেটিং থেকে শেখা যে প্রসেসটা এপ্লাই করে আমি সাকসেস হয়েছি ইনশাল্লাহ আপনিও সাকসেস হবেন |
➡কিন্তু শুধু দুই একদিন আর দু একটি ক্লায়েন্টের সঙ্গেই কাজ করলে হবে না এটা মাথায় রাখবেন |