Rizvi requested Rini —-telephone to attend the meeting.
Rizvi requested Rini —-telephone to attend the meeting.
ওপরের বাক্যটিতে রিজভী রিনিকে টেলিফোনের মাধ্যমে মিটিংয়ে উপস্থিত থাকতে অনুরোধ করছে। এখানে Telephone – এর সাথে যথোপযুক্ত preposition ব্যবহার করতে হবে। কোনো কিছুর ব্যবহার যখন কোনো কিছুর মাধ্যমে বা উপায়ে সম্পন্ন হয় তখন’ Over’ preposition ব্যবহৃত হয়। যেমন – রেডিও, টেলিগ্রাফ, টেলিফোন ইত্যাদি । (সূত্র : Oxford Advanced Learners Dictionary, New 7th edition, P – 1080. Rule: 13 ।) For Example : she wouldn’t tell me over the phone. সুতরাং ওপরের বাক্যে রিনিকে রিজভী যেহেতু টেলিফোনের মাধ্যমে বা উপায়ে অনুরোধ করছে সেহেতু সঠিক উত্তর over হবে। অতএব সঠিক উত্তর over