TORRENT থেকে ফাইল ডাউনলোড করলে নিরাপত্তায় কোনো সমস্যা হয় কি?
টরেন্ট থেকে ফাইল ডাউনলোড করলে আপনি নিরাপত্তা সমস্যায় অবশ্যই পরতে পারেন । কিন্তু আপনাকে বুঝতে হবে, কোন ফাইলে সমস্যা আর কোন ফাইলে সমস্যা নাই ।
ধরুন আপনি সাধারণ কোন মুভি বা সিরিজ ডাউনলোড দিলেন তাতে কোন সমস্যা হবে না ।
কিন্তু আপনি কোন সফটওয়্যার টরেন্ট থেকে ডাউনলোড করে ভাইরাস বা ম্যালওয়্যারএ আক্রান্ত হতেই পারেন।
নিচের ছবিটি দেখুন
The Pirate Bay এর সফটওয়্যার পেজ যেখানে সব গুলো সফটওয়্যার এর সাইজ মাত্র ১৬ মেগাবাইট । যেটা সত্যি সন্দেহজনক । এবং সত্যি বলতে এখানে সব গুলোই ভাইরাস বা ম্যালওয়্যার । যেটা কমন সেন্স দিয়ে বুঝা সম্ভব ।
পাবলিক টরেন্ট সাইট থেকে সফটওয়্যার ডাউনলোড থেকে দূরে থাকুন । সর্বোপরি পাইরেসি সফটওয়্যার ব্যাবহার না করাই ভাল, খুব প্রয়োজন হলে প্রাইভেট টরেন্ট ট্র্যাকার ব্যবহার করুন , কারণ প্রাইভেট ট্রাকারে ফাইল মডারেশন হয় ভাল । এবং সেখানে ভাইরাস বা ম্যালওয়্যার থাকার সম্ভাবনা কম । অথবা ট্রাস্টেড সফটওয়্যার পাইরেসি সাইট ব্যবহার করুন ।