UI এবং UX কী? একটু বুঝিয়ে বলবেন কি?

UI এবং UX কী? একটু বুঝিয়ে বলবেন কি?

Add Comment
  • 1 Answer(s)

    ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য

    ওয়েব ডিজাইনে (UI /UX ) এর কথা খুব শোনা যায়।

    UI – user interface এবং UX – User Experience

    এক কথায় বলতে গেলে আপনি একটি (ওয়েবসাইট ,অ্যাপ্লিকেশন ) যাই বিল্ড করুন তা বাহ্যিক দেখতে কেমন হবে সেটাই UI , আর ইউসার আপনার বিল্ড করা UI ব্যবহার করে যে experience পাবে সেটাই UX

    উদাহরণ হিসেবে ফেসবুকের UI নিয়ে বললে – ফেইসবুক এর নেভবার রয়েছে নোটিফিকেশন আইকন ,মেসেঞ্জার আইকন ইত্যাদি বিষয় গুলো সাজিয়ে রাখা হয়েছে। পোস্ট এর জন্য একটি সেকশন করা হয়েছে। যেখানে পোস্ট দাতার ছবি ছোট একটি বৃত্ত এর মধ্যে দেখানো হয় এবং তার পাসে তার প্রোফাইল নাম ,তার নিচে পোস্ট এর সময় কাল , ডে সেকশন ,ফটো সাইজ ইত্যাদি বিষয় গুলো যেভাবে সাজানো রয়েছে এই সকল বিষয় গুলো হলো ফেইসবুক এর UI এবং আমি -আপনি এই UI ব্যবহার করে যে (ভালো /মন্দ ) এক্সপেরিয়েন্স পাচ্ছি তা UX

    আশা করি বিষয়টি কিছুটা হলেও বুঝতে পেরেছেন

    Answered on November 7, 2023.
    Add Comment
  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.