VoLTE কী? VoLTE ব্যবহারের জন্য কি ইন্টারনেট চার্জ প্রয়োজন?
আচ্ছা আপনি কি কখনো 4G নেটওয়ার্ক ব্যবহার করার সময় লক্ষ করেছেন যে যখন কোনো কল আসে বা আপনি কোন কল দেন তখন মোবাইল ডাটা H+ এ শিফট হয়ে যায়?
এর কারণ হচ্ছে, বাংলদেশে যে 4g নেটওয়ার্ক আছে সেটা শুধু ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য, ভয়েস কল এর জন্য না।
তাই কল দেয়ার সময় নেটওয়ার্ক 2G অথবা 3G হয়ে যায়। কিন্তু Vo LTE(Voice Over LTE) এর ক্ষেত্রে আপনি কল করার সময় 4g নেটওয়ার্ক ব্যাবহার করতে পারবেন। এক্ষেত্রে সুবিধা:
#খুব তাড়াতাড়ি কল যাবে অর্থাৎ কল করার সময় যে কিছুক্ষন অপেক্ষা করা লাগতো সেটা লাগবে না।
#ভয়েস কল এর বা ভিডিও কল উভয় ক্ষেত্রেই ক্লিয়ার HD কোয়ালিটি পাওয়া যাবে।
#মোবাইলের ব্যাটারি কম খরচ হবে
#নেটওয়ার্কের কাভারেজ বৃদ্ধি পাবে।
আর হ্যা, এর জন্য কোনো চার্জ প্রয়োজন নেই।
(ছবি গুগল থেকে কালেক্ট করা)
ধন্যবাদ। কোনো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।